খেজুর গুড়ের শিরনী
সোনালী অতীতের শীতের সকালে গ্রাম-বাংলার একটি অসাধারণ নাস্তা ছিল খেজুরের রসের শিরনী। রস তো আর আগের মত পাওয়া যায় না। তাই রসের পরিবর্তে থাকছে খেজুর গুড়ের সহজ একটি শিরনী রেসিপি।
প্রস্তুতির সময়
১০ মি.
রান্নার সময়
২৫ মি.
খেতে পারবে
৫ জন
রান্নার প্রক্রিয়া
ধাপ ১
প্রথমে চাল ভালভাবে ধুয়ে একটি পাতিলে নিয়ে নিতে হবে।
ধাপ ২
এরপর এতে পানি দিয়ে জাউ ভাতের মত নরম করে রান্না করে নিতে হবে। রান্নার সময় অনবরত নাড়তে হবে যেন ভাত পাতিলের তলায় লেগে না যায়।
ধাপ ৩
এবার এতে খেজুরের গুড় এবং লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।
ধাপ ৪
খেজুরের গুড় সম্পূর্ণ মিশে গেলে নারিকেল দিয়ে দিতে হবে।
ধাপ ৫
৩-৪ মিনিট রান্নার পর নামিয়ে ঠাণ্ডা করে নিলেই শিরনী পরিবেষণের জন্য তৈরি। এই ধরনের শিরনী সাধারণত শীতকালে আগের দিন রাতে বানিয়ে পরদিন সকালে নাস্তা হিসেবে খেতে ভীষণ স্বাদ।
সর্বশেষ ধাপ
উপভোগ করুন!
সর্বশেষ আপডেট: ১৭ কার্তিক ১৪৩০ | ২ নভেম্বর ২০২৩
উপকরণ
- ১ . আতপ চাল ২ কাপ
- ২ . পানি ১০ কাপ
- ৩ . খেজুরের গুড় ২.৫ - ৩ কাপ
- ৪ . লবণ ১ টেবিল চামচ
- ৫ . নারিকেল ২ - ৩ কাপ (কোরানো)