স্ট্রীট ফুডের মেয়নিজ
স্ট্রীট ফুডের বার্গার কিংবা স্যান্ডউইচের অসাধরণ স্বাদের পেছনে একটি অন্যতম উপাদান হচ্ছে মেয়নিজ। এই রেসিপিতে থাকছে কীভাবে স্ট্রীটফুডের সেই দারুণ স্বাদের মেয়নিজ তৈরি করা যায়।
প্রস্তুতির সময়
২ মি.
রান্নার সময়
১৫ মি.
খেতে পারবে
৫ জন
রান্নার প্রক্রিয়া
ধাপ ১
প্রথমে একটি ব্লেন্ডার জারে ডিম ভেঙে নিয়ে তাতে রসুন বাটা, দুধ, চিনি, ভিনেগার এবং লবণ দিয়ে দিতে হবে।
ধাপ ২
এতে ২ টেবিল চামচ তেল দিয়ে ১৫ থেকে ২০ সেকেন্ড ব্লেন্ড করে নিতে হবে।
ধাপ ৩
এরপর আবার ২ টেবিল চামুচ তেল দিয়ে ১৫ থেকে ২০ সেকেন্ড ব্লেন্ড করে নিতে।
ধাপ ৪
একই প্রক্রিয়ায় কয়েকবার তেল দিয়ে ব্লেন্ড করার পর দেখা যাবে মিশ্রণ ঘন হতে শুরু করেছে।
ধাপ ৫
এভাবে এক কাপ তেলের সবটুকু শেষ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে। খেয়াল রাখতে হবে একসাথে যেন বেশি তেল দেয়া না হয়। এতে মেয়নিজ ফেটে যেতে পারে।
ধাপ ৬
ঘনত্ব এবং স্বাদ ঠিক থাকলেই মেয়নিজ খাওয়ার জন্য তৈরি। নরমাল ফ্রিজে এই মেয়নিজ ৭ থেকে ১০ দিন পর্যন্ত ভাল থাকবে।
সর্বশেষ ধাপ
উপভোগ করুন বার্গার, স্যান্ডউইচ কিংবা ফ্রেঞ্চ ফ্রইয়ের সাথে।
সর্বশেষ আপডেট: ১৭ কার্তিক ১৪৩০ | ২ নভেম্বর ২০২৩
উপকরণ
- ১ . ডিম ১ টি
- ২ . রসুন বাটা ১ চা চামচ
- ৩ . সয়াবিন তেল ১ কাপ
- ৪ . দুধ ২ টেবিল চামচ
- ৫ . চিনি ১ টেবিল চামচ
- ৬ . ভিনেগার ১ চা চামচ
- ৭ . লবণ ১ চিমটি